
পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ এবং সাংস্কৃতিক ড্রামসেট বিতরণ করা হয়েছে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল উপজেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোশারফ হোসাইন। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও ক্রীড়া উপকরণ তুলে দেন এবং তাদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অর্ধসহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করাও জরুরি। তাই এই উদ্যোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।