
শাহীন রেজা টিটু, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর পূর্ব পাড়া একতা যুব সংঘ ও দুবাই প্রবাসী সজরুল ইসলাম সজুর সার্বিক তত্ত্বাবধানে এই সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনে একতা সততা ও সমঝোতাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতিমূলক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শিবপুর পূর্ব পাড়া সালাম খন্দকারের বাড়ির প্রাঙ্গনে পূর্ব পাড়ার জ্ঞানী গুণী ব্যক্তিদের উপস্থিতিতে পূর্ব পাড়ার হিন্দু মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতিমূলক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় একতা যুব সংঘের সভাপতি শামীম হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সঞ্জিত চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ দেলোয়ার হোসেন, মাইনুল হাসান, অমরেশ সরকার, শিবপুর ইউনিয়ন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমেদ, শিবপুর ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আশরাফ হোসেন আকছির,মোহাম্মদ মজিবুর রহমান, শিবপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মনির ডাক্তার, এনামুল হক সেন্টু,আবুল হোসেন ডাক্তার, মনির হোসেনসহ পূর্ব পাড়ার মান্যবর ব্যাক্তিবর্গগণ ও একতা যুব সংঘের সদস্যবৃন্দ । অনুষ্ঠানে সকলেই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।