শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সততা আর পরিশ্রমে সফল তরুণ উদ্যোক্তা জাবের আহমাদ

নেত্রকোণা প্রতিনিধি: উদ্যম, সততা আর পরিশ্রম থাকলে যে কেউ সফলতা পেতে পারে। এমনটিই প্রমাণ করেছেন নেত্রকোণার নার্সারি উদ্যোক্তা জাবের আহমাদ।

২০২০ সালে সমগ্র পৃথিবী যখন করোনায় আক্রান্ত হয়ে স্থবির হয়ে গিয়েছিল সেখানে জাবেরের মত স্বপ্নবাজ তরুণেরা নতুন কিছু করার স্বপ্ন দেখছিল। দাওরায়ে হাদিসে অধ্যায়ন কালে বিশ্বে হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। ফলে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। আর এই অবসর সময়কে কাজে লাগিয়ে বড় বোনের কাছ থেকে মাত্র ১০ হাজার টাকা ধার নিয়ে কিছু সবজি বীজ, পেঁপে বীজ আর লেবুর কিছু ডাল নিয়ে বৈঠক ঘরের বারান্দায় যাত্রা শুরু করে ‘জাবের নর্সারি নেত্রকোণা’।

হাঁটি হাঁটি পা পা করে এখন একজন সফল নার্সারি উদ্যোক্তায় পরিণত হয়েছেন নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের তরুণ উদ্যোক্তা জাবের আহমাদ। বৈঠক ঘরের বারান্দা থেকে জাবের নার্সারির ব্যাপ্তি এখন ৫০ শতক জায়গা জুড়ে। জাবের নার্সারিতে এখন উৎপাদন ও বিক্রি হচ্ছে ফলজ, বনজ, ঔষধি, সুগন্ধি ও শোভাবর্ধক বিভিন্ন প্রজাতির সহস্র প্রজাতির গাছ-পালা ও অ্যাকুরিয়াম ফিস।

নার্সারি ছাড়াও উদ্যোক্তা জাবের আহমাদ কাজ করছেন সুন্দর হস্তলিপি নিয়ে। যাদের হাতের লিখা সুন্দর হয় না তাদের জন্য জাবের আহমাদ লিখেছেন অসাধ কৌশল সম্বলিত ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক। সারা দেশের মানুষের কাজে বইটি সহজলভ্য করতে নামমাত্র দামে বিক্রি করছেন পিডিএফ কপি এবং ভিডিও টিউটরিয়াল। ইতিমধ্যে তার এই উদ্যোগটিও সফলতার মুখ দেখছে।

দেশের বিভিন্ন প্রান্তের অনেকেই তার বই এবং ভিডিও টিউটরিয়ালের মাধ্যমে হস্তলিপি সুন্দর করতে পারছেন।

প্রতিবেকের সাথে আলাপকালে প্রতিভাধর উদ্যোক্তা জাবের আহমাদ বলেন, করোনাকালে আমি মাদ্রাসায় পড়াশুনা করতাম। সে সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অবসর সময় কাটছিল। সেসময় ভাবছিলাম কি করা যায়। গাছের প্রতি আমার ছোটবেলা থেকেই আগ্রহ ছিল। তখন নার্সারি শুরু করার কথা ভাবি। সেই ভাবনা থেকেই বড়বোনের কাছ থেকে মাত্র ১০ হাজার টাকা ধার নিয়ে আমাদের বৈঠক ঘরের বারান্দায় শুরু করি জাবের নার্সারি নেত্রকোনা। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো পর্যায়ে আছি। দেশের বিভিন্ন প্রান্তে চারাগাছ সরবরাহ করছি এবং দেশি-বিদেশি দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছ সংগ্রহ ও চারা উৎপাদন ও সরবরাহ করছি।

তিনি আরও বলেন, তাছাড়াও বিভিন্ন ধরনের হস্তলিপি সুন্দর করার উপায় সম্বলিত ম্যাজিক হ্যান্ডরাইটিং নামে একটি বই পিডিএফ ও ভিডিও টিউটরিয়াল তৈরি করে সরবরাহ করছি। এতে অনেকেই উপকৃত হচ্ছে।

‘জাবের নার্সারি নেত্রকোনা’ নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে নেত্রকোণা-কেন্দুয়া শাহ সুলতান রোডে ফচিকা গুরস্থানের পাশে অবস্থিত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ