বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্দ্বীপে আন্দোলনে নিহত সাইমুনের পরিবারকে আর্থিক সহযোগিতা

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ : গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাইমুন নিহত হয়।


বৃহস্পতিবার বিকেল ৪ টায় উক্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার।

ইউএনও শহীদ সাইমুনের মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। এবং তার মায়ের কথা শুনেন। এবং যে কোন সহযোগিতা প্রদানের আশস্ত করেন। ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, দি গার্ডিয়ানের স্টাফ রিপোর্টার কাজী শামসুল আহসান খোকন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন ছাত্র।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *