
মো. মাঈনউদ্দীন, সন্দ্বীপ : সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মামদির গো মোয়াজ্জেম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম মাহিম বিল্লাহ (১৫)। সে বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জোহরা বেগম ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী শহিদুল্ল্যাহর পুত্র ।
সরেজমিনে গিয়ে নিহত মাহিমের মেজ ভাই মাহরুফ জানান, বেলা ১টার সময় আমি ঘরে শুয়েছিলাম। বৃষ্টি পড়তেছিল। বারান্দায় লাইট জ্বলছিল না। সে হোল্ডার ঠিক করিতেছিল। সৌরবিদ্যুত মনে করে ভুলক্রমে জাতীয় গ্রীডের বিদ্যুতের হোল্ডারে হাত দেয়াতে শর্ট করে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে তাকে আমরা সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।
এদিকে মাহিমের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঐ বাড়িতে মুহূর্তে নেমে আসে শোকের ছায়া।
ছুটে গিয়ে শোকাহত পরিবারের পাশে সমবেদনা জানান নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম সহ শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।