বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে মুছাপুর সাত নম্বর ওয়ার্ড মাদকের জন্য ঝুঁকিপূর্ণ

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপের মুছাপুর ৭ নং ওয়ার্ডকে মাদকের ঝুঁকিপূর্ণ এলাকা বলে মন্তব্য করলেন সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

শুক্রবার সকালে মুছাপুর ৭ নং ওয়ার্ড মাহফুজুর রহমান মিতা কাওমী মাদ্রাসায় সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যেগে ও সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম আয়েজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মাদককে আমাদের সমাজ থেকে চিরতরে বিদায় দিতে হবে। সন্দ্বীপ থানার তথ্য মতে মুছাপুর ৭ নং ওয়ার্ড একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সমাজের সকল মানুষকে নিয়ে সন্দ্বীপকে মাদকমুক্ত করে ছাড়ব।

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাকিল খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ অনেকে।

উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক, সন্দ্বীপ অধিকার আন্দোলনের অর্থ সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য এআর রাশেদ, এমদাদ হোসেন, আমিনুর রসুল রিয়াদ, ফরহাদুল ইসলাম সুমন, আরমান, আরাফাত, জাহেদ, শাহীন ও সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সহ সভাপতি আবিদ, জাফর ইসলাম, অর্থ সম্পাদক মহিম নাইম, মোবারকসহ প্রমুখ।

ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এ মুছাপুর এলাকার ৫ শতাধিক ব্যক্তি ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *