মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৬ টাকা

যায়যায়কাল প্রতিবেদক: দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা এবং পাম তেল ১৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এই দাম আগামীকাল থেকে কার্যকর হবে।

ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার পরিবর্তে ১৯৫ টাকায় বিক্রি হবে।

এছাড়া, দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ভোজ্যতেল পাম অয়েলের দাম লিটারে ১৫০ টাকা থেকে আট দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ২৫ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এখন পর্যন্ত দাম বাড়ানোর কোনো অনুমতি দেয়নি।

যদিও খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেল বেশি দামেই বিক্রি হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ