মঙ্গলবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: “দক্ষ জনশক্তি- দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ২০২৫ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, ‘দেশের কাঠামোগত উন্নয়নে সততা, নিষ্ঠা ও দক্ষতা অপরিহার্য। বৈষম্যহীনভাবে কাজ করলে উন্নয়ন আরও গতিশীল হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।’

জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ আলোচনার সভায় সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রকৌঃ এম. এম. এ. আবু জায়েদ বিন গফুর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও উপজেলা প্রকৌশলী (অব.) প্রকৌঃ আবেদুর রহমান আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও পৌরসভার সহকারী প্রকৌশলী (অব.) প্রকৌঃ কামরুল আকতার তপু, সাবেক সভাপতি প্রকৌঃ সেলিম সরোয়ার, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌঃ শেখ রফিকুল ইসলাম, টিএসসির বিভাগীয় প্রধান (আরএসি) প্রকৌঃ শেখ আব্দুল আলিম, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রকৌঃ রাশিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ কামরুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক প্রকৌঃ তুষার রায় চৌধুরী, দপ্তর সম্পাদক প্রকৌঃ মো. রবিউল ইসলাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি আনিছুর রহমান পলাশ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাকটর প্রকৌঃ মো. ফারুকুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান এবং প্রকৌঃ আবু নাঈম প্রমুখ।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌঃ গোলাম মোস্তফা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ