মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা-২ আসনে জনগণের আস্থা বিএনপিতে

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে নির্বাচনী রাজনীতি ক্রমেই জমে উঠছে। গ্রাম থেকে শহর, হাটবাজার থেকে পাড়া-মহল্লা- সর্বত্রই ভোটের হিসাব-নিকাশ আর রাজনৈতিক আলোচনা চলছে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ায় সুযোগ না থাকায় এই আসনে মূল প্রতিযোগিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। তবে দিন যতই এগিয়ে আসছে বিএনপির ধানের শীষ প্রতীককে ঘিরে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তারা দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছেন। কর্মসংস্থানের অভাব, জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুর্বলতা— এসব বিষয় ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

গত ২৮ ডিসেম্বর তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীককে ঘিরে যে আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার উপস্থিতি ও নির্বাচনকালীন পরিবেশই শেষ পর্যন্ত এই আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাতক্ষীরা-২ আসনের ভোটের রাজনীতি জেলার রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ