
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা এলাকার মাধবকাটি বাজার সংলগ্ন সাতক্ষীরা-কলারোয়া সড়কে এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মিঠুন মজুমদার, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় মো. ইয়ারুল ইসলাম (২০), পিতা: জিয়ারুল ইসলাম, মাতা: আয়শা খাতুন, সাং: আখড়াখোলা, মুচরা, থানা ও জেলা: সাতক্ষীরা—কে ৪০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি মো. তহিদুর রহমানের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থান করছিল।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।











