রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজলের উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০.৩০ঘটিকায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।
অনুষ্ঠানে পৌর মেয়র মতিউর রহমান মতির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়ম কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল রহমান স্বপন, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী জাকিউল আলম ডুয়েল, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভীন শাপলা, শিক্ষার্থী সাকিবুল ইসলামসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।