
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ও সাংবাদিক মোঃ হারুনুর রশিদ হারুনকে ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘উত্তরণ ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল’-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত রহমান ও ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে। অভিযানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।জানা যায়, অভিযুক্ত হারুন দীর্ঘদিন ধরে নিজেকে “ডাঃ মোঃ হারুনুর রশিদ হারুন” পরিচয়ে পরিচিত করে ফার্মেসি পরিচালনা করছিলেন। অথচ তার নামে নেই কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি বা বিএমডিসি অনুমোদন। এছাড়াও তার ফার্মেসির লাইসেন্সও নবায়ন ছিল না বহুদিন ধরে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত সংবেদনশীল। ভুয়া ডাক্তার কিংবা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।