মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা উদ্বোধন

মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র মন্ত্রণালয়ের আয়োজনে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। 

রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় বাজার স্টেশন মুক্তির সোপানে বাংলাদেশ তাঁত বোর্ড, বস্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপি তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা উদ্ভোদন করেন সিরাজগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, তাঁত শিল্পের মান উন্নয়ন গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। মান সম্পন্ন তাঁত পণ্য উৎপাদন বৃদ্ধি করে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্যই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, সিরাজগঞ্জ জেলা কে অর্থনৈতিক উন্নয়ন করতে অবশ্যই তাঁত শিল্পের দিকে গুরুত্ব দিতে হবে। আমরা শিল্পকে উৎসাহিত করার জন্য মেলা প্রদর্শনী করি। সিরাজগঞ্জে প্রায় ১ লাখ তাঁতের সাথে ৩ লাখের অধিক নারী ও পুরুষ একাজে ভাগ্য জড়িত রয়েছে। তাঁতশিল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তাঁত শিল্প আমাদের ঐতিহ্য এটা আমাদের টিকিয়ে রাখতে হবে এবং ঐতিহ্যর সাথে বিজ্ঞান কে যোগ করতে হবে যেন অল্প বিনিয়োগে অপ্ল খরচে অল্প সময়ে উৎপাদন বাড়ানো যায়। কর্মসংস্থান বিষয়ে জনগণকে উৎসাহিত করতে হবে যেন বেকারত্ব সমস্যা হ্রাস পায়।

তিনি বলেন, ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পের আরো প্রসার ঘঠিয়ে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি  করতে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার বদ্ধ পরিকর । 

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম আহমেদ, বাংলাদেশ তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক কামনাশীষ দাস প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ