
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের টেকনো ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী সন্দেহভাজন মকতুল হোসেন নামে এক যাত্রীর দেহ তল্লাসি করেন সীতাকুণ্ড মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মাহমুদুর হাসান ও সঙ্গীয় পোর্স।
আচরণগত ভিন্নতা দেখলেই প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চেকাপের জন্য প্ররণ করা হয়। মেডিকের চেকাপে মকতুল হোসেনের পেটের ভিতর ইয়াবার চিত্র ধরা পড়ে। পরে বিশেষ কায়দায় পেট থেকে পাঁয়ুপথ দিয়ে ১২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামীকে থানায় এনে মামলা দায়ের করা হয় বলে জানান সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান। আসামী মকতুর হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালী পাড়া গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে। আসামীকে গতকাল চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।