সোমবার, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আসলাম চৌধুরী

মো. রমিজ আলী, সীতাকুণ্ড: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ দূর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সন্ত্রাস ও বেকারমুক্ত সীতাকুণ্ডের যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে তারুণ্যের স্পৃহা এবং প্রাজ্ঞজনদের মেধাকে কাজে লাগানো গেলে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে ইনশাল্লাহ।
শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন এলকে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের প্রাক্কালে সংক্ষিপ্ত এক আলোচনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, আমাদের এ সেবা কার্যক্রম সীতাকুণ্ড জুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও শিক্ষার প্রসার, মেধা বৃত্তি, কর্মক্ষেত্র সৃষ্টি, নারী উন্নয়নসহ আরও যা যা প্রয়োজন ইনশাল্লাহ তার যোগান ও বাস্তবায়নে আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো কমতি নেই। যেখানে যা প্রয়োজন তার সংস্থানই হোক আমাদের সকলের অঙ্গীকার।
প্রবীণ রাজনৈতিক ও সমাজ সেবক কমল কদরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেবা কার্যক্রমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক সমন্বয়ক ডা. ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫-বি ৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা. খোরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, জাকের হোসেন, মোরসালিন প্রমুখ।
এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে চট্টগ্রামের নামকরা ৮০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ২ হাজার মানুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছেন। সেবাদানকারী ডাক্তাররা হলেন ডা. ইব্রাহিম চৌধুরী, ডা. আনিসুল আউয়াল,ডা.জুনায়েদ মাহমুদ খান,  ডা. আনিসুল হোসেন লিটন ,ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা.হাবিবুর রহমান, ডা. কামরুল হাসান লোহানি,ডা: শাখাওয়াত নাসির, ডা: তৌহিদুর রহমান, ডা: মঞ্জুরুল কাদের, ডা. মোস্তফা নুর মহসিন, ডা. শফিউল হায়দার রুশ্নি, ডা. মোহাম্মদ হোসন ভুইয়া, ডা. মো. এস খালেদ ,ডা. কাজী শামীম আল মামুন ,ডা. মো শাহীন ,ডা. শাহেদ ইকবাল সানী, ডা. শাকির ,ডা. মোনায়েম ,ডা. সামিউল, ডা. রাকিবুল হাসান তান্নাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ,সিলেট মেডিকেল কলেজ ,ইউ এস টি মেডিকেল কলেজ ,বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ,সাউদার্ন মেডিকেল কলেজ ,মেরিন সিটি মেডিকেল কলেজের অভিজ্ঞ ডাক্তারবৃন্দ।  পুরো হেলথ ক্যাম্পের ডাক্তারদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ