
মো. বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহি ট্রলার ডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃতের নাম মোছাঃ শামছুন্নাহার বেগম(৭০)। তিনি পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃতু আজিজ মিয়ার সহধর্মিনী।
শুক্রবার সকাল ১১টায় মধ্যনগর উপজেলার পিপঁড়াকান্দা অটোস্যান্ড সংলগ্ন ব্রীজের নীচে নৌকায় ২৫ জন যাত্রীর উঠার পর নড়াচড়া করার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে পাড়ে উঠতে সক্ষম হলে ও শামছুন্নাহার বেগম পানির নিচে তলিয়ে যান। পরে লোকজন ঘটনাস্থলে এসে বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত এই নারী তার পরিবারের ৫ জন আত্মীয় স্বজন নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে বেড়াতে এসেছিলেন। তারা সরস্বতীপুর গ্রাম থেকে একটি যাত্রীবাহি ইঞ্জিনচালিত ট্রলারে ২৫/৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মধ্যনগর উপজেলার কাছাকাছি আসার পর পিপঁড়াকান্দা সেতুর নিচে আসার পর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝিসহ অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাসছুন্নাহার পানিতে তরিযে যান। তরে স্থানীয় লোকজনের চেষ্টায় তার লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মণিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করার পর লাশ হস্তান্তর করা হবে নিহতের স্বজনদের নিকট। তবে যানবাহনে চলাচলে সবাইকে সর্তকতা অবলম্বন করা জরুরি।