
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুর জেলার সেতাবগঞ্জে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। সেতাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জনগণের দৃষ্টি আকর্ষণ করে। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড ও দলীয় পতাকা বহন করেন এবং স্লোগান দেন জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও জাতীয় স্বার্থে ১৯ জুলাইয়ের সমাবেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।” তারা আরও বলেন, “এ সমাবেশের মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলনে নতুন গতি আসবে।” স্থানীয় প্রশাসনের নজরে থাকলেও শোভাযাত্রা চলাকালে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বলেও জানা গেছে।