মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ পৌরসভার ড্রেন পলিথিন ও আবর্জনায় ভরাট, মশা বিস্তারের শঙ্কা

Oplus_131072

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: সেতাবগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন পৌরসভার ড্রেনের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। ড্রেনটি বাসা-বাড়ির ময়লা আবর্জনা ও নিষিদ্ধ পলিথিন দ্বারা পূর্ণ হয়ে পড়েছে।

এতে করে ড্রেনে পানি জমে থাকছে, যা প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি করছে এবং আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে।

ড্রেনে জমে থাকা এই পানির কারণে ডেঙ্গু মশার বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

পৌরবাসীর অভিযোগ, ড্রেনের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও ময়লা ফেলার অনিয়মিত প্রক্রিয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ড্রেনের ময়লা অপসারণ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ড্রেন ব্যবস্থার উন্নয়ন এবং মশা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা ছাড়া এমন সমস্যা সমাধান করা কঠিন হবে বলে অভিজ্ঞ মহল মনে করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ