
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: সোনাইমুড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চাষীরহাট বাজারের মেসার্স ফাহিম ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে শুক্রবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে মো. আরিফ হোসেন কে (২৩) ৪কেজি গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ কুমিল্লার লাকসামের নগরী পাড়ার সোহরত আলী ব্যাপারী বাড়ির মৃত. আমির হোসেনের ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দমূলে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আরিফ কে আদালতে সোপর্দ করা হয়।