
আলমগীর হোসেন হিরু (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি
কুমিল্লার আদালতের রায়ে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী রহমত উল্ল্যাহ রনি (২২) কে সোনাইমুড়ী থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনি উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনি লাকসাম থানার ২০১৭ সালের ০৫ নং হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। রায়ের পর থেকে আসামী পলাতক ছিলো। ঐ মামলার বিবরণে জানা যায়, আমেরিকা প্রবাসী আকবর হোসেন বাবুল নামে এক ব্যক্তিকে রনি ও তার অপর সহযোগিরা হত্যা করে এবং মৃতদেহ বস্তাবন্দি করে লাকসাম এলাকার একটি ডোবায় ফেলে দেয়। পরবর্তীতে নিহত বাবুলের স্ত্রী তার স্বামীর লাশ সনাক্ত করেন এবং বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
সোনাইমুড়ী থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রনি কে রোববার বিকেলে নোয়াখালী আদালতে সোর্পদ করা হয়েছে।