মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুর উপজেলায় ৩টি ইউপি বহাল রাখার দাবি

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন ইউনিয়ন পরিষদের মেম্বাররা।

সোমবার দুপুরে ১নং খাট্রামাধবপাড়া এবং ২নং বোয়ালদাড় ও ৩নং আলীহাট ইউনিয়ন পরিষদের মেম্বররা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের হাতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরকারের পক্ষে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধিত্ব করছি। ফলে দেশের প্রান্তিক পর্যায়ের জনগণ সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা আমাদের মাধ্যমে পেয়ে থাকে। বাল্য বিবাহ রোধ, পারিবারিক কলহ রোধ, সামাজিক সুরক্ষা, ওয়ারিশন সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ সেবা সহ সরকার কর্তৃক নির্দেশিত সকল প্রকার সেবা সমূহ প্রদান করে থাকি।

তারা আরো বলেন, হঠাৎ করে যদি চলমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করা হয় তাহলে দেশের আপামর জনসাধারণ শুধু নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক অন্তরায় সৃষ্টি হবে। তাই আমরা সদাশয় সরকারের নিকট ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ