
কাইয়ুম মাহমুদ, উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড় উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও গণসংযোগ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ ঘটিকার সময় চরিয়া শিকার উত্তরপাড়া আন-নূর মডেল মাদ্রাসায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেন,গণসংযোগ পক্ষ উপলক্ষে খাঁটি রুকন ইউনিয়নের প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে প্রতিটা মহল্লায় জামাত ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামাত ইসলামী কে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, মোহাম্মাদ রাশেদুল ইসলাম শহীদ,সেক্রেটারি মাওঃ মোঃ রাকিবুল হাসান।
এ সময় আরো বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাকিবুল ইসলাম প্রমুখ।