
যায়যায়কাল প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে দক্ষিণ কেরানীগঞ্জের উদ্দেশ্যে গত ৩১ অক্টোবর বিকাল আনুমানিক ৪:৩০ দিকে সিএনজি অটোরিকশাযোগে রওনা হওয়ার পর শাহজাদী সুলতানা শিউলি (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
পরিবারের ধারণা, সিএনজি অটোরিকশাচালক তাকে জিম্মি করেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নিখোঁজ নারীর স্বামী সৈয়দ এহসান জানান, সন্ধ্যা আনুমানিক ৬:৩০ টার দিকে তার স্ত্রী ফোন করে জানান যে, অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশাচালক তাকে বাসায় না নিয়ে কেরানীগঞ্জ ঝিলমিলের দিকে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী’র নিকট ৩টি লাগেজ এবং স্বর্ণ গয়না রয়েছে। আমরা ধারণা করছি ড্রাইভার তাকে জিম্মি করেছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তবে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
সৈয়দ এহসান (স্বামী)
মোবাইল: ০১৯১১০৭২৬৩৮
মেয়ের মা -নিগার সুলতানা
০১৭১৯৪২০৪৪৪












