
কৌশিক চৌধুরী, হিলি: হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গতিশীলতা বৃদ্ধি ও সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম (উপ-সচিব)।
হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি। এসময় তাকে ফুলের শুভেচছা জানান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক রফিকুল ইসলাম (প্রিন্স চৌঃ)।
পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট ও হিলি পানামা পোর্ট এর ভিতরে ওজন ব্রিজ, বন্দরের শেড পরিদর্শন শেষে । বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর কতৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সরকারি সফরে এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান উপ-পরিচালক বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
এসময় তিনি ব্যবসায়ীদের দাবিকৃত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণপূর্বক তা নিরসনের আশ্বাস প্রদান করেন।