সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩শ টাকার পণ্য ১৫’শ টাকায় ক্রয় করলেন হ্যালো রায়গঞ্জ 

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদে শিক্ষার্থীর ৩শ টাকার পণ্য ১৫’শ টাকায় ক্রয় করলেন ‘হ্যালো রায়গঞ্জ’ সামাজিক সংগঠন।
রায়গঞ্জ পৌরসভার ক্ষুদ্র বাসুড়িয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (১০)। চার বছর পূর্বে পিতা মারা যাওয়ার ফলে চরম অনাটনে দিশেহারা হয়ে পড়ে এ পরিবারটি। একমাত্র ছোট বোন আর মা কে নিয়ে ছোট্ট সংসার তাদের। মা লাকি বেগম (৩৫) অন্যের কাজ করে কোনমতে সংসারের হাল ধরার চেষ্টা করছেন। কিন্তু দুই মেয়ের পড়াশোনা ও  সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। মায়ের কষ্ট দেখে, পড়াশোনার পাশাপাশি খাদিজা খাতুন (১০) নিজের জমানো ৩০০ টাকা নিয়ে জরাজীর্ণ পলিথিন ব্যাগে মুড়ানো ছোট্ট দোকানে শুরু করেন খাদ্য সামগ্রী বিক্রি। দিন শেষে যতটুকু লাভ হয় সেই টাকা দিয়ে খেয়ে না খেয়ে চলে অসহায় তিন নারীর সংগ্রামী জীবন।
বিষয়টি নজরে আসে উপজেলার ‘হ্যালো রায়গঞ্জ’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠানতা প্রভাষক এম.আব্দুল্লাহ সরকারের। তিনি ৩শ টাকার সবগুলো পণ্য ১৫’শ টাকায় ক্র‍য় করেন। ৩শ টাকার পণ্য ১৫’শ টাকায় বিক্রি করতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন অসহায় শিক্ষার্থী খাদিজা ও তার পরিবার।
স্বামী হারা অসহায় লাকী বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ‘ আমার বড় মেয়ে খাদিজা খাতুন (১০) তৃতীয় শেণিতে আর ছোট মেয়ে প্রথম শেণিতে পড়ে। মেয়ে দুইটার জন্য দোয়া করবেন। তাদের মানুষ মত মানুষ করে আমার মৃত স্বামীর স্বপ্ন পূরণ করতে চাই। আপনাগোরে কাছে আবেদন, দয়া কইরা আমার মেয়ে দুইটার পড়াশোনার ব্যবস্থা কইরা দেন’।
হ্যালো রায়গঞ্জ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এম.আব্দুল্লাহ সরকার অসহায় খাদিজা খাতুন ও তার ছোট বোনের পড়াশোনার খরচ বহন করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, মানবিক সংবাদকর্মী সাইদুল ইসলাম আবির, একরামুল হক প্রমুখ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *