নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘দিন: দ্য ডে’। সিনেমার প্রচারণায় প্রতিদিনই হলে হলে ঘুরে বেড়াচ্ছেন তারা। পুরান ঢাকার চিত্রা মহলে তোলা অনন্ত ও বর্ষার একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, অনন্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। টিস্যু দিয়ে তার কপালের ঘাম মুছে দিচ্ছেন স্ত্রী বর্ষা।
অনন্তর বেশিরভাগ ছবির নামে ইংরেজি ও বাংলা অংশ থাকে এবং ইংরেজি দ্য (the) শব্দটিও থাকে। যেমন ‘খোঁজ: দ্য সার্চ’, ‘দিন: দ্য ডে’, ‘নেত্রী: দ্য লিডার’। অনেকেই এখন ফেসবুকে লিখেছেন, ‘রিয়েল লাভ: দ্য আসল ভালোবাসা।’ সাবরিন নামের একজন লিখেছেন, ‘বর্ষা ও অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’।
সাদিয়া শোভা লিখেছেন , ‘যত্নশীল বউ: দ্য কেয়ারিং ওয়াইফ’। আরেকজন লিখেছেন, ‘বর্ষার দিন: দ্য রেইনি ডে’। তামান্না তাসনিম লিখেছেন, ‘বউ: দ্য ওয়াইফ।’ কৃপাণ ত্রিপুরা লিখেছেন, ‘যত্ন: দ্য কেয়ার’। জেসিকা আবেদিন লিখেছেন, ‘ভালোবাসা: দ্য লাভ।’ মাহবুব তোহা লিখেছেন, ‘আদর: দ্য টিস্যু।’