কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে মুসলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুসলিমের বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় হালিম নামে একজনকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নে মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম একই গ্রামের জোহেরের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের নয়নের সাথে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় নামক স্থানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সালিশে মাতাব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত জানাচ্ছিল।
এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মাতাব্বরদের সামনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়িভাবে রাম-দা দিয়ে কুপাতে থাকে। এক পর্যায়ে মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরেও হামলা করে তারা।
এতে মুসলিমসহ তার বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণে মুসলিম মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন জানান, সালিশি বৈঠকে মুসলিম নামে একজন খুন হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে।