সোমবার, ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ক্যাসিনো বন্ধের দাবি রংপুরে

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর: রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো বন্ধের দাবিতে বৃহস্পতিবার রংপুর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন আমার দেশ আমার অহংকার-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে তরুণরা সহ সমাজের স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

রংপুর নগরীর প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা অনলাইন ক্যাসিনোর কুফল ও এর ভয়াবহ সামাজিক প্রভাব তুলে ধরেন।

তারা বলেন, তরুণ সমাজ অনলাইন জুয়ার ফাঁদে পড়ে পথ হারাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে, এবং সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

সংগঠনের আহ্বায়ক ইমিরান খান সুজন বলেন, অনলাইন ক্যাসিনো এখন দেশের যুব সমাজের জন্য এক ভয়াবহ বিষফোঁড়া হয়ে উঠেছে। এটি বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমরা চাই, সরকার দ্রুততম সময়ের মধ্যে এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

সংগঠনটির সভাপতি আলী হোসাইন বলেন, মানববন্ধন শেষে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট একটি লিখিত আবেদনপত্র (সারকলিপি) হস্তান্তর করা হয়েছে। এই সারকলিপিতে অনলাইন জুয়া ও ক্যাসিনো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মানববন্ধনে অন্যান্য বক্তারাও সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে অনলাইন ক্যাসিনো নিয়ন্ত্রণ ও বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *