
রকিবুজ্জামান, মাদারীপুর: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাদারীপুরের কালকিনি উপজেলার পালপাড়া ব্রিজে দীর্ঘদিন যাবৎ ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কালকিনি বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
পালপাড়া ব্রিজে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবে আমি কাজ করে যাচ্ছি। এটি তার একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে আমরা কালকিনির সকল স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। তাছাড়া পৌরসভার সকল খাল দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত রাখার কাজও চলমান রয়েছে। আমরা সকলে মিলে পৌরসভাকে জনগণের বসবাসের উপযোগী করে তুলবো। এ জন্য পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযানে সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্রজনতাসহ এলাকাবাসী সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান ইউএনও উত্তম কুমার দাশ।
এ সময় স্থানীয় সাংবাদিক, ছাত্র-জনতার প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।