
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে আলোচিত বিএনপি-নাগরিক ঐক্যের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটেছে। সংগঠন দুটির উচ্চ পর্যায়ের মধ্যস্হতায় এই দ্বন্দ্বের অবসান হয়। গত কয়েকদিন ধরে উপজেলায় একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও নাগরিক ঐক্যের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিলো। এমন উত্তেজনার মধ্যে শিবগঞ্জবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ।
এক বিবৃতিতে অ্যাডভোকেট আব্দুল বাসেদ বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধেে যুগপৎ লড়াই সংগ্রাম করেছে বিএনপি ও জাতীয় নাগরিক ঐক্য। এই দুই সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যস্থতায় তাদের মধ্যে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে। উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মতে স্ব স্ব সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতে শিবগঞ্জে রাজনৈতিক কর্মসূচি প্রতিপালন করবে। তৃতীয় পক্ষ বা তৃতীয় কোনো দল যাতে বিএনপি ও নাগরিক ঐক্যের মধ্যে সুসম্পর্কে বিঘ্নের সৃষ্টি বা চির ধরাতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
এর আগে ২০ ফেব্রয়ারি রাতে শিবগঞ্জ উপজেলা চত্বরের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার জন্য নাগরিক ঐক্য বিএনপিকে দায়ী করে।
এ ঘটনার জের ধরে সোমবার রাত ৮টার দিকে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে ককটেল হামলা ও রনিসহ কয়েকজনকে মারধর করা হয়। এ ঘটনার জন্য বিএনপির তরফ থেকে নাগরিক ঐক্যকে দায়ী করা হয়। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে সড়ক অবরোধ করে। এ ঘটনায় যুবদল নেতা রনি বাদী হয়ে নাগরিক ঐক্যের ৯ নেতাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে বিএনপি-নাগরিক ঐক্যের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব সমাধানের খবরে স্বস্তি প্রকাশ করেছে শিবগঞ্জবাসী।