সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে কারাদণ্ড

রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদী হতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম এ সাজা প্রদান করেন।

সোমবার দুপুরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক করে এ সাজা প্রদান করা হয়।

এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১ মাস এবং অপরজনকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম জানান, অবৈধভাবে নদী হতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা মতে সাব্বির হোসেনকে এক মাস এবং একই আইনের ১৫(১) ধারা মতে সাইফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শৃংখলা রক্ষার্থে অভিযানে কালকিনি থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ