মো. হাসান ভুইয়া, মাধবপুর, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামির নাম মুহাম্মদ হাফিজ আবেদ আলী।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত অভিযুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক আসামি মো. হাফিজ আবেদ আলীকে আটক করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ জেলায় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার রেজাউল হক খান মহোদয়ের দিক-নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রাম থেকে আসামিকে আটক করা হয়।আসামি ওই গ্রামের আজগর আলী মাস্টারের ছেলে।
তিনি যায়যায়কালকে আরও জানান, ২০২২ সালে দায়েরকৃত সিআর ৩৯২/২০২২ (উখিয়া) মামলায় আসামি মুহাম্মদ হাফিজ আবিদ আলী ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডিত আসামি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন অভিযান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন। তার নির্দেশে মাধবপুর থানার এএসআই আতিকুর রহমানের সঙ্গীয় ফোর্সের অভিযানে দীর্ঘদিন পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত এই আসামিকে আটক হয়।