শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আইডিইবি ভবনে ভাঙচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আইডিইবি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

এতে উপস্থিত ছিলেন- আইডিইবি লক্ষ্মীপুর জেলার সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল আলম, সহ-সভাপতি মলয় কর্মকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবদুল খালেক সহ আরও অনেকে।

বক্তরা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের নিকট দায়বদ্ধ। তারপরও বিনা উস্কানিতে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রসঙ্গ, ২৮ অক্টোবর (শনিবার) ঢাকা বিএনপির সমাবেশ থেকে সন্ত্রাসী কর্তৃক কাকরাইলে আইডিইবি ভবনে আগুন এবং গাড়িতে অগ্নিসংযোগ পূর্বক ব্যাপক ক্ষতি করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ