মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উগ্রবাদি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কলেজ রোডস্থ শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে এসে সমাবেশে রুপান্তরিত হয়।
বিক্ষোভকারীরা ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, বিশ্ব মুসলিম এক হও, এক হও, উগ্রবাদি সংগঠন ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ভারতীয় আগ্রাসন রুখে দাও’ সহ নানান স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, তালামিযে ইসলামিয়ার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোজাহিদুল ইসলাম প্রমুখ।