মো. মহসিন উদ্দিন, স্টাফ রিপোর্টর: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চট্টগ্রামে আদালতের অদূরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইংয়ের সদস্যরা।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সাকিল আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট আলী নাছের খান।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট এরশাদুল বারী মামুন, অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।
অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, ‘আমাদের ভাই আলিফ খুন হয়েছেন। আমরা কখনো তাকে আর এই প্রাঙ্গণে পাব না। তিনি ফেসবুকে লিখেছিলেন সাম্য ও সম্প্রীতির কথা। আমরা নতুন বাংলাদেশ গড়তে এই সম্প্রীতির পথ ধরে এগোতে চাই। যে কোনো উগ্রবাদ তা ধর্মের ভিত্তিতে হোক, আর যা কিছুর ভিত্তিতেই হোক, আমাদেরকে প্রতিহত করতে হবে।’
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমাদের এই নতুন দেশে ধর্মীয় পরিচয়ে কেউ কোনো নাগরিক অধিকার পাবে না। সবাই রাষ্ট্রের নাগরিক হিসাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অধিকার প্রাপ্য হবে। যেকোন ধরণের উগ্রবাদকে প্রতিহত করতে আমরা সচেষ্ট থাকবো। অতিসত্ত্বর আমার ভাই আলিফ হত্যার সাথে জড়িত সকল উগ্রবাদী খুনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘আইনজীবী আলিফ হত্যাকাণ্ড নিয়ে কিছু দেশি ও বিদেশি মিডিয়া দেশের জনগণ বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই – আমরা জুলাইয়ে আপনাদের ভূমিকা কি ছিল তা ভুলি নাই। আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো আপনারা বাংলাদেশ প্রশ্নে দিল্লির বা অন্য কোনো শক্তির প্রেসস্ক্রিপশন ফলো করবেন না।’