
জয়পুরহাট প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবীতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মোঃ সালেহুর রহমান সজীবের নেত্রীত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়পুরহাট জেলা শাখার নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন। জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, “যারা জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, বাংলার জনগণ তা মেনে নেবে না।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে আমরা প্রস্তুত। তবে আওয়ামী লীগের পুনর্বাসন কোনভাবেই বাংলাদেশে মেনে নেওয়া হবে না।”
সমাবেশে বোরহান উদ্দীন বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে নতুন করে জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই। ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে, এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনও সুযোগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সাথে বেইমানি। এই বেইমানি কাউকে করতে দেওয়া হবে না।
সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবীতে আরো বক্তব্য রাখেন,ওরিয়ার্স অফ জুলাই, জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাসেদুল ইসলাম, সদস্য মোরসালিন ইসলাম, সহ মুখপাত্র মোছা: শিফা, শিক্ষার্থী বোরহান উদ্দিন, শিক্ষার্থী, ও রাহিছুল ইসলাম।
এই সমাবেশে বক্তারা আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানান এবং তাদের আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন