
এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে দেশের জনগণের ও অসহায় হতদরিদ্রদের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও তারণ্যের অহংকার তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপির সকল নেতাকর্মী আমরা দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি।
সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের ৪৯৭ জন মানুষের মাঝে ন্যায্যমূল্যের কার্ডের ৩০ কেজি করে চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। তাদের এই সহযোগিতায় ন্যায্যমূল্যে চাউল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। যা ইউনিয়ন এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানের শেষ অংশে অতিথিরা এই উদ্যোগের সফলতা কামনা করেন।
এসময় রতনকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সাত্তার, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ ইউনিয়ন বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, রতনকান্দি ইউনিয়ন পরিষদের সচিবসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।