বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে স্থানীয়রা রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জামালগঞ্জ রেল স্টেশন মাস্টার ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন সেটি কেউ জানাতে পারেনি। তার পরনে কালো প্যান্ট, মুখে দাড়ি ও মাথায় লম্বা চুল ছিল।

জামালগঞ্জ রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, জামালগঞ্জ রেলস্টেশনের উত্তর দিকের আউটার সিগন্যালের অদূরে এক ব্যক্তি ট্রেনে কেটে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সান্তাহার রেলপুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়েছি। তিনি কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ