বুধবার, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান।

মঙ্গলবার (৮ নভেম্বর) জানাযায়, গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসাসের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস বিফ্রিংয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান তার বক্তব্যে বলেন, আগামী ০৯ নভেম্বর উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত অফিস / প্রতিষ্ঠানসমূহের ৩৫ দপ্তর অংশগ্রহণ করবে এবং সেরা তিনটি দপ্তরকে পুরষ্কার প্রদান করা হবে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মকবুল হোসেন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.নবীবুর রহমার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু, উপজেলা সহকারি প্রোগ্রামার (আইসিটি) কর্মকর্তা মো.রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে বিশিষ্ট সাংবাদিক চৈতন্য চ্যাটার্জিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ