
স্টাফ রির্পোটার,ব্রাহ্মণবাড়িয়া:
আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে আট বোতল স্কাফ সিরাপ সহ ০২জনকে গ্রেফতার করা হয়েছে।
১২ জুলাই বুধবার বিকাল থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারের অভিযান পরিচালনা করেন আখাউড়া থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নির্দেশেণায় অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ মোবারক হোসেন, এএসআই(নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম প্রমুখ।
পুলিশসুত্রে জানা যায়. ১২ জুলাই বুধবার বিকালে আখাউড়া থানাধীন ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা মহাসড়কের তন্তর বাজার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব আট বোতল স্কাফ সিরাপ সহ হাতে নাতে দুজনককে আটক করা হয়। আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ার ইছা মিয়ার ছেলে মো: রাব্বি প্রকাশ্যে আরিফ এবং আশুগ্জ তারুয়া গ্রামের মৃতু শামছু ইসলামের ছেলে সাদেকুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।