বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

এস রহমান সজীব, জয়পুরহাট: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই হামলার নিন্দা জানান।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবির, মইনুল হাসান রিসালাত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছহরাফ ইসলাম ইমন, জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সদস্য আবুল বাশারসহ প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতীয়রা নানাভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অপচেষ্টা চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ চালিয়ে চূড়ান্ত সীমালঙ্ঘন করেছে। আমরা বলতে চাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই ঘটনার জন্য অবশ্যই জবাব দিতে হবে। এর সঙ্গে জড়িত উগ্রবাদী দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ