যায়যায় কাল প্রতিবেদক : আগুন লাগার চার ঘণ্টাতেও ফায়ার সার্ভিস রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ভবনে আসেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আগুন ছড়িয়ে পড়ছে জানিয়ে সম্প্রচার বন্ধের আশঙ্কাও করেছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বিটিভি প্রধান বলেন, দুপুর ২টার দিকে বিটিভিতে হামলা করে কিছু লোক। তারা রিসিপশনে ভাঙচুর করে, পাশে থাকা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা কেন্দ্র এবং ডিজাইন শাখায়ও আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা ৬ টায়ও আগুন জ্বলছে, ডিজাইন শাখা পুড়ে গেছে। এখন যদি মূল কেন্দ্র জ্বলে যায়, তাহলে বিটিভির প্রচার বন্ধ হয়ে যাবে।
ফায়ার সার্ভিস কেন আসতে পারেনি- এই প্রশ্নে তিনি বলেন, তারা আমাদের বলছে, রাস্তা বন্ধ থাকায় আসতে পারছে না। বিটিভিতে আসার ৫/৬টা পথ আছে। বিজিবি আসতে পেরেছে, কিন্তু ফায়ার সার্ভিস এখনো আসেনি।
বিটিভি ও আশেপাশের এলাকা থেকে হেলিকপ্টারের টহল দেখা যাচ্ছে বলে জানান জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও সেখানে যায়নি কয়েক ঘণ্টা। তবে বিকাল পাঁচটার দিকে বিজিবি গিয়ে সেখানে অবস্থান নেয়।
তবে আন্দোলনকারীরা রামপুরায় বিটিভির আশেপাশের সড়কে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে রাখে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সরদার জানান, যেসব জায়গায় আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে, সেগুলোর বেশির ভাগ জায়গায় নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা যেতে পারছেন না। মিরপুর পুলিশ বক্সসহ ২/৩টি জায়গায় আগুন নেভাতে পারলেও বিটিভি ভবন, সেতু ভবনসহ অধিকাংশ জায়গায় নিরাপত্তার কারণে আমরা যেতে পারিনি।
অবশ্য কেবল বিটিভি ভবন না, বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে দুপুরের পর থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় ৪ ঘণ্টায় অর্ধশত জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে বেশ কয়েকটি সরকারি ভবন আছে।
এসব ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বেশির ভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা ফায়ার সার্ভিসের সহায়তা পাননি।