বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আগ্নেয়াস্ত্রসহ সাবেক এমপি শিবলী সাদিকের শ্রমিক আটক

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: আগ্নেয়াস্ত্রসহ দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকের খামারের শ্রমিক বিপ্লব মিয়াকে (২৬) আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরীর পাশে আজিবর পাড়া এলাকা থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, একটি গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক বিপ্লব একই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর ৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
নবাবগঞ্জ থানার সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান ও ওসি আব্দুল মতিনসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্ম এর ভেতরে গরুর খামার সংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বড়ই বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত মেহগনি গাছের গোড়া থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *