
সাগর দেবনাথ, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে প্রবাসিরা একযোগে কাজ করতে হবে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও প্রবাসিদের প্রেরিত রেমিটেন্সে দেশ দিনের পরে দিন এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমিরাতে আজমান আওয়ামী লীগের অভিষেক এ কথা বলেছেন বক্তারা।
বৃহস্পতিবার আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সদস্য সচিব ও দুবাই আওয়ামী লীগের সম্মানীত সভাপতি হাজী শফিকুল ইসলাম।
সংগঠন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ মুকিদ ও সিনিয়র সহ সভাপতি রাসেল আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আলী আসকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সালাহ উদ্দিন মধু, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, শারজাহ আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়াল।
এ সময় বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি বাকারুল ইসলাম চৌধুরী শাহান, দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি রুজেল তরফদার, দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শারজাহ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
এমরান হোসাইন সহ নবগঠিত আজমান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নজরুল ইসলামকে সভাপতি, এম এ মুকিদ কে সাধারণ সম্পাদক ও রুবেল আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।