বৃহস্পতিবার, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আড়াই কি.মি. সড়কে ৩০ মিটারে জীবন অতিষ্ঠ

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) : এক মণ দুধে একফোঁটা গোমুত্র যেমন পুরো দুধ নষ্ট করে দেয়- তেমন একটি চিত্র দেখছে হরিরামপুর এলাকার জনগণ। কারণ প্রায় আড়াই কিলোমিটার পাকা সড়কে মাত্র ৩০ মিটার কাদায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সারা বছর কোন রকম চলাচল করলেও বৃষ্টির হলেই বাড়ে কাঁদা আর চরম ভোগান্তি। আর দুর্ঘটনা তো ঘটছে প্রতিনিয়তই। দেখেও যেন না দেখার ভান করে আছে কর্তৃপক্ষ।


মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজার থেকে যাত্রাপুর- কান্ঠাপাড়া বাজার সড়কে চার বছর আগে ভাঙা সড়ক এখনো সংস্কার হয়নি। সড়কটিতে চলাচলকারীরা চরম দুর্ভোগে রয়েছেন। এলাকাবাসীর দাবি- দ্রুত সড়কটি সামান্য মেরামতেই কমবে দুর্ভোগ।


স্থানীয়রা জানান, ২০২০ সালে বন্যার পানির তোড়ে লেছড়াগঞ্জ বাজার থেকে কান্ঠাপাড়া বাজার সড়কের মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু মিয়ার বাড়ি সংলগ্ন সড়কটি ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে যাত্রাপুর গ্রামের বাসিন্দা ফরিদুর রহমান ফরিদ (বর্তমান ইউপি চেয়ারম্যান) বাঁশের সাকো দিলে মোটরসাইকেল, অটোরিকশা চলাচল শুরু হয়। এর পর বালু ফেলে ভাঙা অংশ মেরামত করা হলেও প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির পানি আর কাঁদায় চলাচলে ভোগান্তি হচ্ছে। সম্প্রতি বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বালু দিয়ে সংস্কার করেন। তবে টানা দুইদিনের বৃষ্টিতে আবারো পানি আর কাঁদায় একাকার।


স্থানীয় বাসিন্দা টিপু জানান, ৪ বছর ধরে সড়কের ভাঙা অংশটির বেহাল দশা। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা জরুরি। এ সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দা চলাচল করে। দুইটি হাট ও বাজারে কাঁচা মালামাল নেয়া হয়।


কৃষি ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আল ইসলাম জুয়েল বলেন, নিয়মিত এ সড়ক দিয়ে ব্যাংকে যাতায়াত করি। বর্ষার সময় খুবই বাজে অবস্থা থাকে। মাঝে মাঝে হাঁটু পানি আর কাঁদা থাকে। গতকাল একটি ট্টাক বিকল হয়ে যায়।


ঈদের কয়েকদিন আগে বালু ফেলে মেরামত করা হয়েছে জানিয়ে বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, ঈদকে সামনে রেখে মেরামত করেছিলাম। আমি এলজিইডি অফিসে যোগাযোগ করেছি। আশ্বস্ত করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শুরু হবে।


হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ