বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আড়িয়াল বিলে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

শান্ত মল্লিক, সিরাজদিখান মুন্সীগঞ্জ: পৌষের কনকনে শীত উপেক্ষা করেই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের কৃষকরা। গত বছরের লোকসানকে মাথায় রেখে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা। মৌসুমের শুরুতে প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলছে ধানের চারা রোপণের কাজ। বোরো ধানের আবাদি জমিতে পানি সেচ ও জমির পরিচর্যা করতেও দেখা গেছে। বিস্তীর্ণ বিল জুড়ে শুধুই সবুজের সমারোহ।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, কৃষিনির্ভর মুন্সিগঞ্জ জেলার দ্বিতীয় প্রধান ফসল বোরো ধান। আড়িয়াল বিল বোরো ধানের জন্য উন্নতমানের একটি জায়গা। এবছর জেলায় ২৪ হাজার ২৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। যার মধ্যে শ্রীনগর উপজেলাতে প্রায় ১০ হাজার হেক্টরের কাছাকাছি। এর মধ্যে আড়িয়াল বিলের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশের ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করবে। সম্প্রতি বিল ঘুরে দেখা গেছে, হাইব্রিড জাতের ২৮ ও ২৯ ধান রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষকরা জানান, রোপণকৃত ধান আগামী বৈশাখ মাসে ঘরে তুলতে পারবেন কৃষক। তারা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতবছর ধানচাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। অনেক কৃষক রোপণকৃত ধান ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

তবে, গতবারের লোকসান কাটিয়ে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশাবাদ তাদের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ