শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতের নির্দেশ মানছেন না এমজিএম ইটভাটা মালিক

নুরুল ইসলাম, গাইবান্ধা: হাইকোর্টের আদেশ মোতাবেক গাইবান্ধা জেলার সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের উজিরধরণী এলাকায় অবস্থিত মেসার্স এমজিএম ব্রিকস নামে এবটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ অ্যাক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। গত ১০ মার্চ গাইবান্ধা জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

গাইবান্ধা জেলা প্রশাসনের এনডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলমসহ সেনাবাহিনী, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল চৌকস সদস্য উপস্থিত ছিলেন।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের জেলায় যত অবৈধ ইটভাটা আছে তা পর্যায়ক্রমে গুঁড়িয়ে দেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। এ ঘটনার পরদিন থেকেই এমজিএম ইট ভাটা মালিক গোলাম মোস্তফা প্রশাসন তথা আইনের তোয়াক্কা না করেই ভেঙে ফেলা ভাটা নির্মাণ করে পরিচালনা করে আসছেন।

ফলে জনমনে প্রশ্ন, অবৈধ এ ইটভাটাটি কি রাতারাতি বৈধতা পেল, নাকি প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় চালু করলো?

অন্যদিকে হাইকোর্টের আদেশ মোতাবেক ১৭ মার্চের মধ্যে সমস্ত অবৈধ ইটভাটা বন্ধ/গুড়িয়ে দিতে সংশ্লিষ্ট জেলা/উপজেলা কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হলে অসাধু ভাটা মালিকদের টনক নড়ে। তারা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে ভাড়াটিয়ে লোক জড়ো করে গত ১১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *