বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালত দালালমুক্ত করতে সাতক্ষীরায় ইউনিফর্ম পরছেন সহকারীরা

Oplus_131072

বি এম বাবলুর রহমান: ইউনিফর্ম পরে সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নয়া দিগন্ত শুরু করেছে। এটি বার ও বেঞ্চ এর নিবিরতা সমৃদ্ধ করবে।

এ বছরের আগস্ট মাসের শেষের দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এর পরামর্শ ক্রমে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম এর সার্বিক সহযোগিতা আইনজীবী সমিতির আওতাধীন আইনজীবী সহকারী সমিতির সকল নিবন্ধিত সদস্যদের ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এতে বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ হবে।

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি সূত্রে জানা গেছে, নিবন্ধনকৃত সকল সদস্যদের বাধ্যতামূলক আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট পরতে হবে। পাশাপাশি সকলকে তার নিজ নিজ পরিচয়পত্র পরিধান করতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী সহকারী সমিতি আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে আদালত চত্বরে থাকাকালীন সকল আইনজীবী সহকারী সমিতির সদস্যদের বাধ্যতামূলক ইউনিফর্ম পরিধানের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আদালতের এজলাসে ইউনিফর্ম সহ পরিচায়পত্র ছাড়া কেউ মামলা পরিচালনার কাজ করতে পারবে না। যদি কেউ সেটি করে তাহলে তাকে ‘টাউট’ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সকল দালালদের চিহ্নিত করে আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান বাবলু বলেন, জেলা ও দায়রা জজ আদালত সাতক্ষীরা ও আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী আমাদের সমিতির সকল সদস্যদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র পরিধান নিশ্চিত করা হয়েছে। এতে আদালতে মামলা পরিচালনা করতে সহজ হবে। দালাল ও টাউট মুক্ত আদালত প্রাঙ্গণ হবে।

সাতক্ষীরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম জানান, সারাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারীদের নির্দিষ্ট পোশাক আছে। আমাদের সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারী দের সুনির্দিষ্ট পোশাক থাকা প্রয়োজন। এছাড়া জেলা ও দায়রা জজ আদালত সাম্প্রতিক আইনজীবী সহকারীদের পরিচয় নিশ্চিত করতে নির্দিষ্ট পোশাক এর কথা বলেছেন।

তিনি আরো বলেন, অনেকসময় দেখা যায় একজন টাউট বা দালাল কোন আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে বিচার প্রার্থীকে হয়রানি করে। প্রকৃত পক্ষে এ পরিচয় দানকারী কোনো আইনজীবীর সহকারী নয়। সুনির্দিষ্ট পোশাক থাকলে সাধারণ মানুষ হয়রানি হবে না। এছাড়া তিনি আইনজীবী সহকারীদের সুনির্দিষ্ট পোশাক থাকলে মামলা পরিচালনা করা সহজ হবে বলে জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ