
আব্দুর রহমান, সাতক্ষীরা: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার খুলনার সিএসএস আভা সেন্টার হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে এবং এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যান সমন্বয়কারী (বাগেরহাট) এসকে হাসিব। সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ।
স্বাগত বক্তব্য দেন রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু। সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক মহিউদ্দীন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস প্রমুখ।
বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, পিএফজি কো-অরডিনেটর অধ্যক্ষ (অব.) পবিত্র মোহন দাশ, হেনরী সরদারসহ খুলনা বিভাগের ১০টি উপজেলার প্রতিনিধিবৃন্দ।
অংশগ্রহণকারীদের ঘোষণা পাঠ করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার শেলী।
বক্তারা বলেন, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্ষুধা-দারিদ্র দূরীকরণের লক্ষ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট যাত্রা শুরু করে।
বাংলাদেশে ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং বর্তমানে দেশের ৩৮টি জেলার ১০৯টি উপজেলায় ও ১৪০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে।
বক্তারা আরও বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণ সমাজ গঠন টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। ধর্মীয় সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতা চর্চার মাধ্যমে সহিংসতা ও বিভাজন প্রতিরোধ করা সম্ভব।
স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বাড়াতে নিয়মিত আন্তঃধর্মীয় আলোচনা, যুবসমাজকে সম্প্রীতির শিক্ষায় উদ্বুদ্ধ করা, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং সামাজিক বন্ধন জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।











