
মো. রিফাত ইসলাম, বেরোবি: প্রতিবছরের মতো এবারও ২১ শে ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ। সকাল ৯:১৫ মিনিটে শোক র্যালি। সকাল ৯:৩০ মিনিটে শহিদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ১১:৩০ মিনিট আলোচনা সভা। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ মাছুম। এছাড়াও বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সার্বিক বিষয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, আমরা যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব এবং সঠিক সময়ে আমাদের কর্মসূচিগুলো পালন করা হবে।